Bpl 2019 Player List All Team | বিপিএল ২০১৯ এ কে কোন দলে দেখে নিন

Bpl 2019 Player List All Team

Bpl 2019 Player List All Team
Bangladesh premier league 2019
শেষ হয়েছে বিপিএলের বিশেষ সংস্করণ বঙ্গবন্ধু বিপিএল -২০১৯ এর প্লেয়ারস ড্রাফট।
লটারিতে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সবার আগে ডাকার সুযোগ পড়ে খুলনার। এ+ ক্যাটাগরি থেক মুশফিকুর রহিমকে নিয়েছে তারা। স্থানীয় ক্রিকেটারদের এই ক্যাটাগরির বাকি তিনজনের মধ্যে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহকে প্রথম দফাতেই যথাক্রমে ঢাকা ও চট্রগ্রাম নিয়ে নিয়েছে।
তবে মাশরাফি বিন মুর্তজাকে অপেক্ষা করতে হয়েছিল ৮ম রাউন্ড পর্যন্ত। সেখানে গিয়ে তাকে দলে বিড়িয়েছে ঢাকা। তামিমের সঙ্গে প্রথমবারের মতো বিপিলে একই দলে খেলছেন মাশরাফি।
মুশফিক টানা সাত আসরে খেলছেন সাতটি আলাদা ফ্রাঞ্চাইজিতে, মাহমুদউল্লাহ ফিরেছেন চট্রগ্রামে।
আর ড্রাফটের শেষ ডাকে গিয়ে পাকিস্থানের শাহিদ আফ্রদিকেও দলে নিয়েছে ঢাকা

দেখে নিন কে কোন দলে..

প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স


মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল হোসেন শান্ত, রাইলি রুশো,
রবি ফ্রাইলিংক, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, শহিদুল ইসলাম, মোহাম্মাদ আমির, নাজিবুল্লাহ জাদরান, আরিয়াজ আল ইসলাম আলিস, তানভীর ইসলাম, রহমনউল্লাহ গুরবাজ


যমুনা ব্যাংক ঢাক প্লাটুন


তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মাহেদী হাসান, হাসান মাহমুদ, থিসারা পেরেরা, লরি ইভান্স,
আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, ওয়াহাভ রিয়াজ, আসিফ আলি, রকিবুল হাসান, জাকের আলি অনিক, লুইস রিস, শহিদ আফ্রাদি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স


মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, পিনাক ঘোষ, আভিশাকা ফার্নান্ডো, রায়াদ এমরিত, নাসুম আহমেদ, জুনাইদ সিদ্দিক, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম

রাজশাহী রয়্যালস


লিটন দাস, আফিফ হোসেন, ফরহাদ রেজা, আবু জায়েদ রাহী, রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই,
তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম
রাব্বি, ইরফান শুক্কুর, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ
ইরফান, মিনহাজুল আবেদিন আফ্রদি, নাহিদুল
ইসলাম

রংপুর রেঞ্জার্স


মোস্তাফিজুর রহমান, নাঈম শেখ, জহুরুল ইসলাম,
আরফাত সানি, মোহাম্মদ নবী, শেই হোপ, তাসকিন
আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী, ক্যামেরন ডেলপোর্ট, লুইস গ্রগ্ররি,
সঞ্জিত সাহা।

কুমিল্লা ওয়ারিয়র্স


সৌম্য সরকার, আল-আমিন হোসেন, সাব্বির রহমান, ইয়াসির আলী রাব্বি, কুশল পেরেরা,
মুজিবুর রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার
রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান, ডেবিড মালান, দাশুন শানাকা, ফারদিন হাসান অনি,

সিলেট থান্ডার


মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল অপু,
সোহাগ গাজী, শেরফেন রাদারফোর্ড, শফিকউল্লাহ
শাফাক, রনি তালুকদার, নাঈম হাসান, দলোয়ার হোসেন, মনির হোসেন খান, নাভিন উল হক, জনসন চার্লস, রুবেল মিয়া, জিভান মেন্ডিস,
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)